• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আসুন জিহ্বার দোষগুলো পরিহার করি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

জিহ্বার মাধ্যমে আমাদের অসংখ্য মারাত্মক দোষ (গুনাহ) সংগঠিত হয়ে থাকে। যেগুলো জিহ্বা ব্যতীত অন্য কোনো অঙ্গ দ্বারা সংগঠিত হতে পারে না।

আসুন আমরা জিহ্বার দোষগুলো সম্পর্কে জানি এবং তা পরিহার করার চেষ্টা করি। জিহ্বার দোষগুলো-

(১) নাম খারাপ করে ডাকা/নাম ব্যাঙ্গ করা।
(২) খারাপ ঠাট্টা-বিদ্রূপ করা;
(৩) অশ্লীল ও খারাপ কথা বলা;
(৪) গালি দেয়া;
(৫) নিন্দা করা;
(৬) অপবাদ দেয়া;
(৭) চোগলখুরী করা;
(৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে
দেয়া;
(৯) মোনাফিকী করা ও দুই মুখে কথা বলা;
(১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা
(১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা
করে আনন্দ লাভ করা;
(১২) গীবত করা;
(১৩) খারাপ উপনামে ডাকা;
(১৪) অভিশাপ দেয়া;
(১৫) সামনা-সামনি প্রশংসা করা;
(১৬) মিথ্যা স্বপ্ন বলা।
(১৭) চিৎকার,চেঁচামিচি করা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –