• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা ‘নেগেটিভ’ মুমিনুল হক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০  

করোনা মুক্ত হলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের অংশগ্রহণে আর কোন বাধা রইলো না। এর আগে গেল ১০ নভেম্বর সস্ত্রীক করোনা পজিটিভ হন মুমিনুল হক। তারপর থেকেই আইসোলেশনে ছিলেন তিনি।

এর মাঝে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিমিকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম। শুক্রবার থেকে আনুষ্ঠানিক বায়োবাবলে ঢোকার কথা দলগুলোর। নেগেটিভ হওয়ায় মুমিনুলও যোগ দিচ্ছেন দলের সঙ্গেই।

এর আগে করোনা নেগেটিভ হন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাহমুদুউল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর মুমিনুলের চট্টগ্রামের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।

করোনামুক্ত হয়ে মুমিনুল হক গণমাধ্যমকে বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা... যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –