• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রোজা রাখছেন ভাস্বর চট্টোপাধ্যায়

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

ভারতে হিন্দু-মুসলিম বিভেদ দূর করতে এক নয়া উদাহরণ তৈরি করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রির মুসলিম কলাকুশলীদের উৎসর্গ করে নিয়মিত রোজা রাখছেন এই অভিনেতা। হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে হয়েও ইসলাম ধর্মের রোজায় মেতেছেন কারণ ভাস্বর চান হিন্দু-মুসলিমদের দূরত্ব ঘুচে যাক। 

পাশাপাশি তিনি তাঁর জীবনের এই প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরিদের উদ্দেশেও। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ক্রমাগত আক্রমণের শিকার হতে হচ্ছে ভাস্বর চট্টোপাধ্যায়কে। নেটিজেনরা তাকে উদ্দেশ করে বলছেন, ‘আপনি গরু খান, মুসলিম হয়ে গিয়ে ওদের পা চাটছেন!’ পাশাপাশি তারা প্রশ্ন তুলেছেন অভিনেতার বংশ-পরিচয় নিয়েও! নজরে আসতেই চুপ থাকেননি ভাস্বর। বরং সুন্দরভাবে গুছিয়েই উত্তর দিয়েছেন। এহেন মন্তব্যকারীদের একহাত নিলেন অভিনেতা।

ভাস্বরের জানান, কিছু মানুষ তাকে ভুল বুঝেছেন। আর সেই ভ্রান্ত ধারণা ঘোচাতেই ভাস্বর বলেন, আমি রোজা রেখেছি বলে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। আমি নাকি গরু খাচ্ছি, মুসলিম হয়ে গেছি, আমি ওদের পা চাটা। আবার অনেকে এ-ও বলেছেন যে, আমার পূর্বপুরুষ নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন। তাঁদেরকে জানিয়ে রাখি, আমরা পশ্চিমবঙ্গের লোক। বাংলাদেশে কোনো সময় কেউ ছিল না বা কোনো আত্মীয়ও নেই আমাদের।

তিনি আরো বলেন, ‘না আমি গরু খাই না। আর রোজা রাখলে কারও পা চাটতেও হয় না। সবটাই ব্যক্তিগত ইচ্ছে থেকে।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –