• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লোপার কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

‘আমি বাংলায় গান গাই’ শিরোনামের গানটি বাংলা ভাষার প্রতি বাঙালি জাতির ভালোবাসার একটি বিখ্যাত গান। গানটির গীতিকার ভারতীয় গায়ক ও কবি প্রতুল মুখোপাধ্যায়। গানটির সুরকার ও মূল গায়কও তিনি। এবার সেই গানটি গাইলেন কণ্ঠশিল্পী লোপা হোসাইন।

হৃদয় হাসিনের করা মিউজিকে রবিবার (২১ ফেব্রুয়ারি) লোপা হোসাইনের ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পায়।
ছোটবেলা থেকেই গান নিয়ে স্বপ্ন লোপার। ২০০৫ সালে ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ।

প্রথম এককে প্রীতম আহমেদের লেখা ও সুর করা ‘হ্যাপি বার্থ ডে’ গানটি ২০১৫ সালে নতুন সংগীতায়োজনে গেয়ে ভিডিও আকারে প্রকাশ করেন লোপা। এটির জন্য সবার প্রশংসাও পান। তবে লোপার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন দ্বিতীয় এককে বেলাল খানের সঙ্গে গাওয়া ‘সামান্য সম্বল’। এই গানই লোপাকে বেশি পরিচিতি দিয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –