বঙ্গবন্ধু হাইটেক পার্ক শুধু প্রযুক্তির স্বর্গ নয়, ভ্রমণেরও তীর্থ
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১

শুক্রবার (২২ জানুয়ারি) সিলেটে বিমান থেকে নামতেই সকালের ঝকঝকে রোদ। অপেক্ষমান মাইক্রোবাস সাংবাদিকদের তুলেই ছুটলো। ডানে থোকায় থোকায় চা বাগান ফেলে দ্রুত ছুটছি আমরা সবাই। পথে আলাপে মত্ত এ ওর সঙ্গে। আলাপের শ্রোতা বঙ্গবন্ধু হাইটেক সিটি সিলেটের উপ-প্রকল্প পরিচালক ফিরোজ আহমেদ। কথা শেষ না হতেই আমাদের মাইক্রোবাস গিয়ে পড়লো বিশাল বিল এলাকায়। এত বড় বিল পেরিয়ে যেতে হবে? ফিরোজ আহমেদ বললেন, বেশি দূর না। বিলের মাঝামাঝি আমাদের গন্তব্য। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, সিলেট সেখানেই।
শুকনো মওসুম। ঘাসভর্তি বিলের দুই পাশে গরু চরছে। অল্প কিছু লোকজনের আনাগোনা। বিলের মাঝ চিরে চলে গেছে রাস্তা। শেষ দেখা যায় না। দৃষ্টির বাধা হয়ে দাঁড়ায় কুয়াশা। গাড়ি চলতে চলতেই কোম্পানীগঞ্জ লেখা সাইনবোর্ডটা দেখলাম। দূর থেকে দেখা গেল একটা ভবন, টাওয়ার মতো।
মিনিট বিশেক পর হাইটেক সিটির কাছাকাছি আমরা। মূল রাস্তার পাশেই লেক। তার উপরে দৃষ্টিনন্দন সেতু। সেতু পেরিয়ে গাড়ি থামলো একটি ভবনের সামনে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেটের প্রশাসনিক ভবন ওটা। পাশে ব্যাংক ভবন। কুয়াশার কারণে ঢাকা থেকে উড়োজাহাজ উড়তে ২ ঘণ্টা দেরি করেছিল বলে দিনব্যাপী আয়োজনের প্রথম অনুষ্ঠান প্রায় শেষ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে স্টেপ-২১ সলিউশনস নামের একটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হলো এর মধ্যে। প্রতিষ্ঠানটি হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেয়েছে।
ধূ ধূ বিরানভূমির মাঝে প্রায় ১৬৩ একর জায়গায় তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক-সিলেট। মরুভূমি হলে এটা হতো নির্ঘাৎ মরুদ্যান। আবার বর্ষা এলেই পাহাড়ি ঢলের পানিতে ডুবে থাকে বিলটি। জলজমিনে জেগে থাকে কেবল এই সিটি। ড্রোনের চোখে লাগে অপূর্ব। ২০ ফুট গভীর বিলের বিশাল অংশ ভরাট করেই তৈরি করা হয় এই পার্ক।
কর্তৃপক্ষ জানালো, এমনভাবে ভরাট করে তৈরি করা হয়েছে, বড় বড় বন্যা হলেও প্রকল্পে পানি উঠবে না।
দূর থেকে যেটাকে টাওয়ার মনে হচ্ছিল ওটা সফটওয়্যার ভবন। যার আরেক নাম সেভেন-ডি। নির্মাণকাজ শেষ হয়নি এখনও। মার্চের মধ্যে শেষ হবে বলে জানালেন পার্কের প্রকল্প পরিচালক ব্যারিস্টার গোলাম সারোয়ার। তিনি বললেন, এরইমধ্যে প্রকল্পের ৯২ শতাংশ অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে। ব্যয় হচ্ছে মোট ৩৩৬ কোটি টাকা।
গোলাম সারোয়ার আরও জানান, এই প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। যা শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে। তবে তিনি আশাবাদী, মার্চের মধ্যে পুরো নির্মাণকাজই শেষ হবে।
নিরবছিন্ন বিদ্যুৎ, পানির লাইন ও রাস্তা নির্মাণের কাজ শেষ। গ্যাস লাইন বসানোর কাজ চলছে। থাকবে উচ্চগতির ইন্টারনেট।
এই প্রকল্পের বড় চ্যালেঞ্জ কী ছিল জানতে চাইলে গোলাম সারোয়ার বলেন, ‘যাতায়াত ব্যবস্থা ছিল বড় চ্যালেঞ্জ। আগে শহর থেকে এখানে আসতে লাগতো ২ ঘণ্টারও বেশি। এখন ১৫-২০ মিনিট লাগে। আবার বর্ষার মধ্যেই মাটি ভরাট করতে হয়েছে। এসব চ্যালেঞ্জ পেরিয়ে আমরা একটি সফল সমাপ্তির দিকে পৌঁছেছি।’ তিনি আরও জানান, সিলেট চেম্বার অব কমার্স তাদের আশ্বাস দিয়েছে, সিটি সংলগ্ন রাস্তায় যাত্রী ছাউনি নির্মাণ করে দেবে।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেলো, প্রকল্পের বেশিরভাগ অংশে মাটি ভরাটের কাজ শেষ। ইন্ডাস্ট্রিয়াল প্লটের দিকে ভূমি উন্নয়নের কাজ চলছে। সিটির ভেতর নির্মিত রাস্তা ধরে দক্ষিণ দিকে এগোলে দেখা যাবে টাওয়ারের মতো সফটওয়্যার ভবন। এখানেই হবে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। এর জন্য ৭ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেলো, প্রশাসনিক ভবনের পূর্ব দিকে যে খোলা জায়গা আছে সেখানে একটি বিশ্ববিদ্যালয় ও পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হবে। থাকবে ডরমিটরিও।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক-সিলেট সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, ‘এখানে যেসব কোম্পানি আসবে তাদের অনেক সুবিধা দেওয়া হবে। সুবিধা না দিলে কেউ তো এখানে আসবে না, টাউনশিপও গড়ে উঠবে না। তা না হলে সিটি নির্মাণের উদ্দেশ্য ব্যাহত হবে।’
তিনি আরও জানান, ৮টি প্রতিষ্ঠানকে ইন্ডাস্ট্রিয়াল জোন বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি, আরএফল, ব্যাবিলন ইত্যাদি। তিনি আশাবাদী এই প্রকল্পে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে।
হোসনে আরা বেগম বলেন, প্রকল্প এলাকায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হবে বঙ্গবন্ধু স্মৃতি অঙ্গন। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল থাকবে। শিগগিরই এসবের নির্মাণকাজ শেষ হবে।
জানা গেল, ৩২ একর জমি বরাদ্দ নিয়েছে সনি। এখানে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। ২০ একর জায়গা নিয়েছে আরএফল। প্রতিষ্ঠানটি সেখানে তাদের ভিশন ব্র্যান্ডের ৬৬টি আইটেম তৈরি করবে। দুটি প্রতিষ্ঠানেরই লক্ষ্য হলো এখানে নির্মিত পণ্যগুলো ভারতের ৭টি রাজ্যে (সেভেন সিস্টার্স) রফতানি করা। জায়গা বরাদ্দ নেওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে পার্ক কর্তৃপক্ষ ৬ মাস সময় দেবে সংশ্লিষ্টদের কারখানার ডিজাইন জমা দেওয়ার জন্য। এরইমধ্যে হাইটেক পার্কের ব্যাংক ভবনে অগ্রণী ব্যাংক জায়গা বরাদ্দ নিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সারাদিনই কেটে গেলো পার্ক দেখে। দিনভর চললো স্টার্টআপদের নিয়ে প্রতিযোগিতা ‘স্টার্টআপ কম্পিটিশান-২০২১ (সিলেট চ্যাপ্টার)।’ প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ জয়নুল বারী, প্রমুখ। দিনব্যাপী প্রতিযোগিতা ও কর্মশালায় ২৬ প্রতিযোগী অংশ নেয়। এরমধ্যে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের (স্টার্টআপ) আইটি ব্যবসা পরিচালনা ও গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, সিলেটে বিনামূল্যে জায়গা বরাদ্দ দেওয়া হবে। তারা একটি নির্দিষ্ট সময়কাল সেখানে তাদের স্টার্টআপের ইনকিউবেশন তথা প্রাথমিক পর্যায় পার করতে পারবেন। বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে প্রথম হলো টাবসা স্টুডিও, দ্বিতীয় খানিদানি, তৃতীয় ইকো আইটি, চতুর্থ এইড ফর অল, পঞ্চম ফার্মার্স স্মাইল, ৬ষ্ঠ স্মার্ট সিটি ফর লাইফ, ৭ম রি-ইসার্চ, ৮ম হাটবাজার, ৯ম অপারাজেয় টকস ও দশম এআরএফ।
স্টার্টআপ খানিদানি সিলেটভিত্তিক অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। এই নামে তাদের ওয়েবসাইটও আছে। খানিদানির তিন সদস্য জানালেন, তারা শুরু করেছেন সিলেট থেকে। পর্যায়ক্রমে বিভাগের অন্যান্য জেলা শহরে তাদের সেবা বিস্তৃত করবেন। এরইমধ্যে সাড়ে সাত হাজারেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে অ্যাপটির।
সারাদিনের বঙ্গবন্ধু হাইটেক পার্ক ঘুরে দেখে যখন ফেরার অপেক্ষায় গাড়ির জন্য দাঁড়িয়ে- ঠিক সে সময় ডুবছিল সূর্য। সবাই সাক্ষী হলো এক অভূতপূর্ব দৃশ্যের। শুকনো বিলের ঘাসে টুপ করে হারিয়ে গেল ডিমের কুসুমের মতো সূর্যটা। প্রকল্পে ঢোকার মুখে সেতুতে দর্শানার্থীদের ভিড়। ছবি তুলতে ব্যস্ত সবাই। প্রকল্প কর্মকর্তা বললেন, বঙ্গবন্ধু হাইটেক পার্ক-সিলেট শুধু প্রযুক্তির স্বর্গ নয়, ভ্রমণেরও তীর্থ হবে।
বাংলা ট্রিবিউন থেকে নেয়া।
- মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ
- কুড়িগ্রামে ভূমিকান্ড ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- মশক নিধনে ফগার মেশিন হাতে নিয়ে নীলফামারী পৌর মেয়র
- আর্থিক সহায়তা পেল বালিয়াডাঙ্গীর ৬৫ জন নারী
- ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে করোনার ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ক্যাম্প
- রংপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক
- পার্বতীপুরে গরু ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডাকাত নিহত
- হাসিনা-মোদি ঢাকা-জলপাইগুড়ি ট্রেন উদ্বোধন করবেন ২৬ মার্চ
- রংপুরে জাতীয় ভোটার দিবস পালিত
- বাংলাদেশের সঙ্গে নরওয়ের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়: স্পিকার
- মিঠাপুকুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩
- ঠাকুরগাঁওয়ে সেই মাহেলা বেগমের পাশে দাঁড়ালেন ওসি
- বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলবে: প্রধানমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু কমেছে
- বদরগঞ্জে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রেলের জমি উদ্ধার
- আমেরিকাতেও বহু লোক জেলে মারা যায় কিন্তু সেখানে কোনো প্রশ্ন ওঠে না
- বিএনপি মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে: ওবায়দুল কাদের
- ঠাকুরগাঁওয়ে বাড়ির ছাদে হরেক রকম ফুল-ফল-সবজি
- ইসিকে হেয় অপদস্ত করার জন্য সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- খালেদা জিয়া বিএনপির ‘রাজনৈতিক পুতুলে’ পরিণত
- তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু
- নারীদের জন্য ‘বঙ্গমাতা পদক’
- আইসিজেতে বাংলাদেশকে দেয়া সহায়তা অব্যাহত রাখবে ওআইসি
- দেশে প্রথমবারের মতো চালু হয়েছে `বঙ্গবন্ধু শিক্ষাবীমা`
- বঙ্গবন্ধু হাইটেক সিটিতে মানবদেহের প্লাজমা প্ল্যান্ট নির্মাণ শুরু
- মেট্রোরেল: ডিসেম্বরে হচ্ছে চালু, চলছে শেষ ধাপের কাজগুলো
- ভিনিসিউসের গোলে মান রক্ষা রিয়ালের
- বাবাকে স্বপ্নে দেখেছেন বাবিল খান
- ফেরেশতারা যাদের অভিশাপ দেন
- চীনা হ্যাকারদের নিশানায় ভারতের টিকা উৎপাদনকারী সংস্থা
- ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেয়ার অভিযোগে গ্রেফতার-৩
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- গাইবান্ধায় ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে ভাগ্নিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা কারাগারে
- সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে শেখ হাসিনা ও বাংলাদেশ
- কভিড নিয়ন্ত্রণে ‘শেখ হাসিনা মডেল’
- মালিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর বড় ধরনের সাফল্য
- ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে’
- ১০ তারিখ পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ
- মিনিকেট নামে কোনো চাল নেই: খাদ্যমন্ত্রী
- স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আইএসপিআর
- কুড়িগ্রামে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
- তিন ভাষা বীরকে সম্মাননা দিল রংপুর সিটি প্রেস ক্লাব
- আইসিটির বৈশ্বিক সূচকে অগ্রগতি বাংলাদেশের
- প্রথম ‘মাতৃভাষা পদক’ পেলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
- সৈয়দপুরে কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ
- চেইন অব কমান্ড নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ বিএনপি
- তারেককে মাইনাস করতে সক্রিয় জিয়ার বিশ্বস্ত লোক!
- মুজিববর্ষের উপহার নতুন জাতের ব্রি-১০০ ধান
- ফিল্ম ছাড়া সব পেশাতেই সফল কারিনার ‘বোন’