• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মিঠাপুকুরে শতাধিক মাদক ব্যবসায়ীর স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

রংপুরের মিঠাপুকুর উপজেলার শতাধিক মাদক ব্যবসায়ী মাদকের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছেন।

শনিবার দুপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা এই শপথ নেন।

উপজেলার বড় হযরতপুর ইউপির নানকর উচ্চ বিদ্যালয় মাঠের এই সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অ্যাডিশনাল এসপি মারুফ হোসেন ও এএসপি (ডি ও সি সার্কেল) আরমান হোসেন। 

নানকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস, বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাংবাদিক নজরুল ইসলাম রাজু প্রমুখ। 

সমাবেশ শেষে শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –