• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

হারিয়ে যাওয়া শিশুকে পথ দেখালেন পুলিশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

বগুড়ায় পথ ভুল করে হারিয়ে যাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন সান্তাহার ফাঁড়ি পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ বলেন, পথ হারিয়ে ফেলা শিশু সাগর বৃহস্পতিবার রাতে সান্তাহার স্টেশন রোড এলাকায় ঘোরাফেরা করছিল। ফাঁড়ির টহল পুলিশ দেখতে পেয়ে ঠিকানা জিজ্ঞাস করলে বাবার নাম ও ঠিকানা জানায় শিশুটি। 

শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়িতে সাগর নামে ওই শিশুর স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পরে তথ্য অনুযায়ী শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সাগরকে বড় ভাই ও চাচার কাছে ফিরিয়ে দেয়া হয়। শিশু সাগর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মৃত কাওছারের ছেলে।

শিশু সাগরকে নিতে আসা চাচা আব্দুল হান্নান বলেন, বগুড়ার একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শ্রমিকের কাজ করছিল সাগর। সেখান থেকে পথ ভুল করে সান্তাহারে চলে যায়। সান্তাহার ফাঁড়ি পুলিশের সহায়তায় সাগরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –