• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নতমানের থেরাপি চিকিৎসা প্রদান ও সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় শান্তিনগর কার্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ কর্মসূচীর আয়োজন করে। এ সময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নেহাল উদ্দীন মন্ডল, এনজিও পরিচালক এস এম নূরবানু, এসো জীবন গড়ির নির্বাহী পরিলাচক নবেল ইসলাম শাহ প্রমুখ। 
আলোচনা শেষে ৩৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, স্ট্যার্ন্ড ডিউ ফ্রেম, হেয়ারিং এইড ও রুলিং ওয়াকার বিতরণ করা হয়। 
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক বলেন জেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা ২০১৫৩ জন। যার মধ্যে অটিজম ৪৬৪, শারীরিক প্রতিবন্ধী ৯৬৬৭, দীর্ঘ স্থায়ী মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ৮৪৭, দৃষ্টি প্রতিবন্ধী ২৫৫৯, বাকপ্রতিবন্ধী ২৫৫৬, বুদ্ধি প্রতিবন্ধী ১৩৩১, শ্রবন প্রতিবন্ধী ৮৭৩, শ্রবন প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী ৮৫, সেরিব্রালপালসি ৭৮৪, বহুমাত্রিক প্রতিবন্ধী ৮৯৪, ডাউন সিনড্রম ১০, অন্যান্য ৮৩ জন।
তিনি আরও  বলেন এ জেলায় ভাতা ভোগীর সংখ্যা ১০৮৯৪, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিবন্ধী ভাতা ১০৫৮ জন। দারিদ্র বিমোচনে আর্থ সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দগ্ধ ও শারিরীক প্রতিবন্ধীদের সহায়তা প্রদান ১৮৫৭ জন।

 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –