• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

প্রসূতিকে কোলে নিয়ে হাসপাতালে ছুটে আসেন র‍্যাব কর্মকর্তা         

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

সিলেটের শ্রীমঙ্গলে লকডাউন চলছে। হঠাৎ প্রসব বেদনা ওঠে শিল্পী রানী দাসের (৩০)। শুরু হয় রক্তক্ষরণ। হাসপাতালে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এ সময় লোক মারফত খবর পেয়ে ছুটে আসেন র‍্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম।


স্বামী রঞ্জিত বলেন, প্রসব যন্ত্রণায় ছটফট করছিল শিল্পী। তাকে গাড়ি থেকে হাসপাতলে হেঁটে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এমন সময় র‍্যাব কর্মকর্তা শামীম তাকে কোলে করে তুলে উপজেলা হাসপাতালের বেডে নিয়ে যান। নার্সরা দ্রুত তার প্রসবের ব্যবস্থা করলেন। বাচ্চা হয়েছে। মা ছেলে সুস্থ আছেন।

জানতে চাইলে র‍্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, রাতের ডিউটিতে ছিলাম। এর মধ্যেই খবর পেলাম ওই প্রসূতির বিষয়ে। সঙ্গে সঙ্গে চলে যাই। যখন পৌঁছাই, রাত প্রায় ১২টা। প্রসূতি শিল্পী রানীর অবস্থা ছিল খুব সংকটাপন্ন। তাই দেরি না করে দ্রুত গাড়িতে তুলে হাসপাতাল নিয়ে যাই।

তিনি আরও বলেন, আমাদের কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। কিন্তু সবার আগে তো আমরা মানুষ। তাই মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে সবসময় চেষ্টা করি। তাকে কোলে করে বেডে তুলতে। তার প্রসব বেদনার রক্তে আমার ইউনিফর্ম ভিজে যায়। তবে যখন সুস্থভাবে সন্তান জন্ম দেন। তখন আর আমার কিছু মনে হয়নি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –