• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি নিক্সন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ আগস্ট ২০২০  

ফরিদপুরের চরভদ্রাসনে এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর ব্যক্তিগত তহবিল হতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার তিনটি ইউনিয়নের বন্যার্ত ৮৫০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

একইদিনে উপজেলা পরিষদ এর সামনে অবস্থিত পার্টি অফিসে বন্যার্তদের মাঝে অব্যাহত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের মাঝে এদিন ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল ও ১ কেজি চিড়া বিতরণ করা হয়েছে। এরমধ্যে সদর ইউনিয়নে ৪৫০ পরিবার,গাজিরটেক ইউনিয়নে ২০০ ও চর হরিরামপুর ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ নাজনীন খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, বিশিষ্ট সমাজসেবক বজলু মৃধা,মো. শাহজাহান মোল্যা, চরভদ্রাসন কলেজের সাবেক ভিপি মো. মিজানুর রহমান ও আবুল খায়ের প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –