• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

টাকা যাতে উইপোকায় না খায় তা নিশ্চিত করার আহ্বান মেয়র তাপসের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

উন্নয়ন প্রকল্পের কোনও টাকা যাতে উইপোকারা না খায় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের সব অর্থ যেন ভোটারদের সুবিধার জন্যই ব্যয় হয় সেটা নিশ্চিত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান তিনি।

গতকাল সোমবার (০৯ নভেম্বর) সকালে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। তাপস বলেন, সমাজের অবহেলিত গোষ্ঠীর কথা একমাত্র চিন্তা করেছেন শেখ হাসিনা। 

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সব ধরনের সেবা দিতে বিভাগীয় পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –