• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে মানুষের দুর্দশা লাঘবে সবজি বিতরণ করল ছাত্রলীগ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১  

করোনাকালিন সময়ে সাধারণ মানুষের দু:খ দুর্দশা লাঘবে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ ৩ শতাধিক দু:স্থ ও অসহায় মানুষকে সবজি বিতরণ করেছে। বুধবার সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসব সবজি বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. জাফর আলী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, যগ্ম সম্পাদক আশিকুর রহমানসহ জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে সাধারণ মানুষকে মিষ্টি কুমড়া,পুঁইশাক, ঢেড়শ, ঝিঙেসহ নানান শাকসবজি বিতরণ করে।
 
এই বিতরণ কার্যক্রম শহরের আরো কয়েকটি পয়েন্টে সপ্তাহ ব্যাপী চলবে বলে ছাত্রলীগের নেতৃবৃন্দরা জানান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –