• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা: গত ২৪ ঘন্টায় নীলফামারীতে প্রাণ গেল ৬ জনের, শনাক্ত ৫১     

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৫১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে নীলফামারীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ৬ জনের মধ্যে নীলফামারী সদর উপজেলার ২ জন, ডোমার উপজেলার ১ জন, জলঢাকা উপজেলার ২ জন এবং সৈয়দপুর উপজেলার ১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৯০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ১ হাজার ৬১১ জন, সৈয়দপুরে ৪৮৯ জন, ডোমারে ২২০ জন, ডিমলায় ১৫৫ জন, জলঢাকায় ৩০৮ জন এবং কিশোরগঞ্জে ১২৪ জন। 

বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতাল, উপজেলা হাসপাতাল ও বাড়িতে মোট ৫৮৪ জন চিকিৎসাধীন আছেন। জেলায় নতুন ৬ জনসহ ৫৪ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ২ হাজার ২৫১ জন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –