• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে মৃতের সংখ্যা বেড়ে ২২৩

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এ সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৩ জনে। 

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫৯ জন। 

শুক্রবার (২৩ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩.৩৬ শতাংশ। এ সময় করোনায় জেলার বিরল, খানসামা ও নবাবগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে। 

সিভিল সার্জন সূত্রে আরও জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন ভর্তি আছেন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৫ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে সেখানে ভর্তি আছেন ১৫ জন।  জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে ২২ জন করোনা রোগী ভর্তি আছেন, উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮ জন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –