• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

কঠোর বিধি-নিষেধকে অমান্য করে বিয়ের আয়োজন করায় লালমনিরহাটের আদিতমারীতে আয়োজকের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকায় এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, করোনার সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে আগামী ০৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করে কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার। লকডাউনে বিবাহসহ সব সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকার নূর আলম সরকারের এ বিধি-নিষেধ অমান্য করে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন। আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জনসমাবেশ ভেঙে দেওয়াসহ আয়োজকের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –