• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনায় মারা গেলেন রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রৌমারী উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম আজম মারা গেছেন। তিনি গত সোমবার (১৯ জুলাই) করোনা পজিটিভ হয়ে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ইউনিটে ভর্তি হন। 

মৃত গোলাম আজমের স্ত্রী রাশেদা বেগম জানান, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) সকালে মারা যান।

মৃত গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি ইউনিয়নের মাদারের চরের মাস্টার বাড়ি গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –