• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে ২০৯ জন শনাক্তের দিনে মৃত্যু ২

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। এ সময় নতুন করে ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৮০১ জনের নমুনা পরীক্ষা করে ২০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ০৯ শতাংশ। 

এদের মধ্যে সদর উপজেলায় ৯৬ জন, বিরলে ৭ ,বীরগঞ্জে ২৫, চিরিরবন্দরে ২০, বোচাগঞ্জে ১৮, ফুলবাড়িতে ১৪, খানসামায় ২১, পার্বতীপুরে ৩, কাহারোলে ৪ এবং ঘোড়াঘাটে একজন রয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৯৭ জনে। 

এ সময় জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১৪১ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৪৯ জন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৪ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –