• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২১  

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাট্টালী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) দলের চার চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলো- সুরেন চাকমা (৩৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, একটি অস্ত্রের ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ বহি, ৪টি মোবাইল সেট, একটি হাত ঘড়ি, একটি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্রবিরোধী স্লোগান সংবলিত ব্যানার, ৬৩ হাজার ৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। এসব সন্ত্রাসী ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়। আটককৃতদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –