• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বদরগঞ্জে আগুনে পুড়ল দুই পরিবারের ৬ ঘর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১  

রংপুরের বদরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল রবিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাইখামার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক মোটরের তার থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে জানা যায়। আজ সোমবার (২৩ আগস্ট) ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, রবিবার রাত ৩টার দিকে মকবুল মিয়া ও সাজু মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রতিবেশীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মকবুল মিয়া ও সাজু মিয়ার পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ মোট ছয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ সহায়তা করা হবে।' 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –