• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

গোবিন্দগঞ্জে আউশ ধানের ভালো ফলন ও দামে খুশি কৃষকেরা 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

গোবিন্দগঞ্জে আউশ ধানের ভালো ফলন ও দামে খুশি কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর ১৪ হাজার ৪৪৯ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ১৪ হাজার ৪৬০ হেক্টর জমিতে।

কৃষক আব্দুর রহিম বলেন, ব্রি-৪৮, ৫৫, ৮২ ও ৮৫ বিনা-১৯ ও ২১-এর মতো উফশী নতুন নতুন জাত সম্প্রসারণ ঘটায় এই ধান চাষে লাভবান হওয়া যায়।

আরেক কৃষক সোলায়মান আলী বলেন, প্রতি বিঘা জমিতে ১৬ থেকে ২০ মণ পর্যন্ত আউশ ধান পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজা ই মাহামুদ বলেন, আউশ ধান আবাদে আগ্রহী করতে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –