• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফুলবাড়ীতে ট্রাকচাপায় কাস্টম ইন্সপেক্টর নিহত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ী রেলগুমটি এলাকায় মধ্যপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী হিলি স্থলবন্দরে কর্মকর্তা কাস্টম ইন্সপেক্টর মোঃ সাহাদত হোসেন (৪৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

একই মোটরসাইকেলে থাকা হিলি স্থলবন্দরে কর্মরত ইন্সপেক্টর আমিনুল ইসলাম(৫৫) ও সিপাহী হরিশ চন্দ্র রায়(৪০) আহত হন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, নিহত সাহাদত হোসেন একটি মোটরসাইকেলে ৩ জন হিলি থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা দিলে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় ফুলবাড়ী রেলগুমটি স্পিট ব্রেকারের কাছে মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ১০ চাকা ট্রাকের চাকার নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত সাহাদতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 

ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৪ সালের সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –