• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নিরব এলাকা ঘোষণা 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নিরব এলাকা ঘোষণা করেছেন পরিবেশ অধিদপ্তর। এছাড়া রংপুরে নির্মাণ কাজের ফলে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমম্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। 

কর্মশালায় জানানো হয়, জরিপে উঠে এসেছে রংপুরে সর্বনিম্ন ৪৬ ডিসিবল ও সর্বোচ্চ  ১৩০ ডেসিবল শব্দের মাত্রা পাওয়া গেছে। অথচ ২০ ডিসিবল মাত্রায় মানুষ শুনতে পায়। কর্মশালা শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের  অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক ও (যুগ্ম সচিব) মো. হুমায়ুন কবীর, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ (ইএনটি) সহযোগী অধ্যাপক ডা. আহসানুল হাবীব লেলিন, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –