• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পাটগ্রামের দহগ্রাম সীমান্তে জনতার হাতে আটক  দুই রোহিঙ্গা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

লালমনিরহাটের বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে দহগ্রাম থেকে তাদের পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করেছে।

আটক দুই রোহিঙ্গা হলেন, সেতুফা বেগম (১৮) ও আনাস (২২)। তারা সর্ম্পকে মামাত ও ফুফাত ভাই-বোন। 

পাটগ্রাম থানা পুলিশের ওসি ওমর ফারুক জানান, আটক ওই দুই রোহিঙ্গা সেতুফা বেগম ও আনাস কক্সবাজারের টেকনাফ এলাকার মুন্সিপাড়া ২২নং রোহিঙ্গা ক্যাম্পে মা-বাবা ও ভাই-বোনদের সঙ্গে থাকেন। আনাসের বড় ভাই নেপালে থাকেন। নেপাল যাওয়ার উদ্দেশ্যে গত ২ দিন আগে কক্সবাজার থেকে লালমনিরহাটের পাটগ্রামে আসেন তারা। দালালের মাধ্যমে শনিবার রাতে দহগ্রাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশও করেন।

ওই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে মারপিট করে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। এরপর রোববার দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান ওসি ওমর ফারুক।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –