• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

হিলি দিয়ে ভারতে প্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের রায়ভাগ এলাকার সীমানা পিলার ২৮৬/১৬ এস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাকিমপুর উপজেলার রায়ভাগ এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫৭), সাতকুড়ি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ফারুক আলী (৩০), নওগাঁর ধামইরহাট থানার গোলাম মোস্তফার ছেলে মোতালেব (২৫) এবং মুহাড়াপাড়া এলাকার মমিনের ছেলে খোকন মিয়া (৩৮)।

বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুয়েল আলম জানান, চারজন বাংলাদেশি মাদকসহ বিভিন্ন পণ্য আনার উদ্দেশ্যে ভারতে অবৈধভাবে প্রবেশ করছেন- এমন তথ্যের  ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা ভারতের দিকে হেঁটে যাওয়ার সময় তাদেরকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু তারা বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে সীমান্তের ৩ গজ আগ থেকে আটক করে। পরে তাদেরকে হাকিমপুর থানায় মামলা হস্তান্তর করা হয়।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –