• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘বিএনপি কাঠের চশমা পরে থাকায় শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না। আর দেখলেও তা সহ্য হয় না বিএনপির। দেশ-বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয়, তখন বিএনপি সেটা মেনে নিতে পারে না, তারা কষ্ট পায়। সত্য লুকানো আর অসত্যের সঙ্গে সখ্য বিএনপির পুরোনো অভ্যাস।’ তিনি বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করুক আপত্তি নেই, তবে সেটি যেন গঠনমূলক সমালোচনা হয়।’

শনিবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলায় এলজিইডির বাস্তবায়নে এক কোটি ৩৮ লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে নির্মিত আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের নাম ফলক উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ আলী এসব কথা বলেন।

সাংসদ মাহমুদ আলী বলেন, ‘বিএনপির ভাঙা রেকর্ড চলমান রয়েছে, যা তারা বাজিয়েই যাচ্ছে। সরকার উদার বলেই বিএনপিনেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।’

আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, পল্লী চিকিৎসক ফনিভূষন সেন প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –