• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডিমলায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

ডিমলা উপজেলায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন হয়েছে। "মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি" এই শ্লোগান নিয়ে দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া ১৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণসচেতনতা মূলক অগ্নিনির্বাপক মহড়া প্রর্দশন করেন ডিমলা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পল্লীশ্রী রিপ-প্রজেক্ট।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, ডিমলা উপজেলা পল্লীশ্রী রিপ-প্রজেক্ট এর ইউনিট ম্যানেজার  নূর নাহার বেগম বক্তব্য রাখেন।

ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের লিডার এটিএম গোলাম মোস্তফা উপস্থিত দর্শকদের কিভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা প্রশিক্ষণ দেন। এতে রিপ-প্রজেক্টের নারী সদস্যরা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –