• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঘোড়াঘাটে আগাম জাতের ধান মাড়াই শুরু 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এদিকে ধানের দাম ও ফলন দুটিই ভালো পাচ্ছেন কৃষকরা। উপজেলার অধিকাংশ মাঝারি উঁচু জমিতে আগাম জাতের আমন ধান চাষ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। কৃষকরা ৩৩ শতাংশের বিঘায় ১১-১২ মণ ধান পাচ্ছেন। বাজারে প্রতিমণ ধানের দাম ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষক আব্দুল ওয়াদুদ জানান, এবার আবহাওয়া ভালো থাকায় উপজেলায় আগাম জাতের ধান ভালো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –