• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে- মুক্তিযুদ্ধ মন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, সংসদে আইন প্রনয়ণ করে দ্রুত রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যায় তখন একটি চক্র সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠে। কুমিল্লায় এমন ঘটনাই ঘটেছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহী সাদ, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –