• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

রংপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের প্রধান শুভ আহম্মেদকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। এসময় চুরি যাওয়া একটি মোটরসাইকেলসহ আটটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (১৬ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ। গ্রেফতার শুভ আহম্মেদ রংপুর মহানগরীর আমাশু কুকরুল এলাকার আলী আহম্মেদের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী সাইফুল ইসলাম কামাল কাছনা মায়াময়ী সড়কের ভাড়া বাসার গ্যারেজে নিচে মোটরসাইকেল রেখে বাসার ২য় তলায় প্রবেশ করেন। এরপর রাত আটটার দিকে তিনি জরুরী কাজে বাইরে যাওয়ার জন্য গ্যারেজে এসে দেখেন মোটরসাইকেলটি নেই।

এ ঘটনায় সাইফুল ইসলাম কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ রংপুর সদর হাসপাতাল সুইপার কলোনী থেকে চুরির সঙ্গে জড়িত শুভ আহম্মেদকে গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ আরও ৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –