• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ওমিক্রন ঠেকাতে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ক্যাম্পেইন 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।

গতকাল বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বঙ্গবন্ধু চত্বর, চৌরঙ্গি মোড়, পৌরসভা মোড়, কালিবাড়ি মোড়, বড়বাজার এলাকায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।

ক্যাম্পেইনে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, জেলা তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকা গ্রহণ ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে বিশেষ জোড় দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর সংক্রমণের হার অনেক কমে আসে কিন্তু গত এক সপ্তাহ থেকে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। তিন দিনে জেলায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ জানান, বৃহস্পতিবার (আজ) থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা শুরু হবে। সরকারি বিধিনিষেধ উপেক্ষাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –