• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রংপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর নামে মামলা   

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২  

রংপুর নগরীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী,শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত গৃহবধূ জান্নাতি খাতুনের (২০) এর স্বামীসহ অন্যরা পলাতক রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান। বুধবার বিকেলে নগরীর ধর্মদাস লক্ষণপাড়া এলাকা থেকে জান্নাতির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাতি খাতুন ওই এলাকার জাহাঙ্গির আলমের মেয়ে এবং আতাউর রহমানের ছেলে তুহিনের স্ত্রী। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর অঅগে তুহিনের সঙ্গে বিয়ে হয় জান্নাতির। এ সময় জান্নাতির পরিবার থেকে যৌতুক দেয়া হয়। কিন্তু বিয়ের পর আরো যৌতুকের দাবি করে জান্নাতির স্বামী ও শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে প্রায় তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হত। ঘটনার দিন আবারো যৌতুকের দাবিতে অন্তঃসত্তা জান্নাতিকে মারপিট করা হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জান্নাতির বাবা বাদী হয়ে তুহিনসহ চারজনকে আসামি করে তাজহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, জান্নাতির গলায় ও পাজরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –