• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরামপুরে মাদক মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের বিরামপুরে মাদক মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য আমিনুল ওরফে আমিরুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার দিওড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ‌বিরামপুর পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল ইসলাম ওই এলাকার এমদাদুল হকের ছেলে। বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ‌মাহাবুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ‌মাহাবুর রহমান বলেন, টঙ্গী পশ্চিম থানায় একটি মাদক মামলায় আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আজ রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সাবেক এক ইউপি সদস্য বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া তার নামে বিরামপুরসহ বিভিন্ন থানায় ৪টি মাদকের এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –