• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সাদুল্লাপুরে থানার ওসি’র নম্বর ক্লোন করার অভিযোগ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২  

গাইবান্ধার সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র অফিসিয়াল নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে। এ নম্বরটি ক্লোন করে প্রতারণা চেষ্টা করছে একটি চক্র। গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ওসি’র নম্বর ক্লোন করে অনেকের কাছে টাকা চাওয়া হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

জানা যায়, আগামী ৩১ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। এরই মধ্যে একটি সিন্ডিকেট চক্র থানার ওসি’র মোবাইল নম্বরটি ক্লোন করে। এরপর নির্বাচনে জিতিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন প্রার্থীর নিকট ফোন দিয়ে টাকা দাবি করে। বিষয়টি সন্দেহ হলে ঘটনাটি থানায় অবগত করেছে ফোন পাওয়া প্রার্থীরা।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, নম্বরটি ক্লোন হয়েছে বলে অনেকে মৌখিক অভিযোগ করেছে। এখন

পর্যন্ত কেউ প্রতারণার শিকার হয়নি। এ নিয়ে থানার ফেসবুক আইডিতে সচেতনামূলক পোস্ট দেওয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –