• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহ বইছে নীলফামারীতে 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২  

ঘন কুয়াশার চাদরে ঢাকা আর মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা নীলফামারীতে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। হাড় কাঁপানো হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৬ টায় ডিমলা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সৈয়দপুর বিমানবন্দর আহাওয়া অফিস সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের পাদদেশের শহর হওয়ায় এমনিতেই এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকে।

ডিমলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি শীতে আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে তাপমাত্রা কমায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বেশি দুর্ভোগে রয়েছেন অসহায়, দরিদ্র আর ছিন্নমূল মানুষ। হিমেল হাওয়া আর শীত উপেক্ষা করে বিভিন্ন কল-কারখানার  শ্রমিক, মাঠে কাজ করা কৃষক কাজে যেতে পারছেন না।

নীলফামারী জেনারেল হাসপাতালসহ জেলার অন্যান্য পাঁচ উপজেলার হাসপাতাল সমুহে বৃদ্ধ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হাঁপানি, নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –