• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

রংপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আপেলের ১৯ বছরের কারাদণ্ড

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হওয়া রংপুরের শীর্ষ সন্ত্রাসী আরিফুল ইসলাম ওরফে পিচ্চি আপেলকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। 

রায় ঘোষণার সময় আসামি পিচ্চি আপেল অনুপস্থিত ছিলেন। আপেল নগরীর মুন্সিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে।   

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ জুলাই রংপুর নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আপেলকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক নুর ইসলাম বাদী হয়ে মামলা করেন।  

মামলায় সাতজনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিকেলে বিচারক পিচ্চি আপেলকে ১৯ বছরের কারাদণ্ড দেন।

আদালতের বিচারকের রায় সন্তোষজনক হয়েছে মন্তব্য করে অতিরিক্ত পিপি নয়নুর রহমান টপি বলেন, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –