• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ভালোবাসা দিবসে রাস্তায় পড়ে ছিল একদিনের কন্যাশিশু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

ভালোবাসা দিবসে লালমনিরহাট সদরের কালিবাড়ি খাদ্য গুদামের সামনের রাস্তার ওপর পড়েছিল মাত্র একদিন বয়সী কন্যাশিশু। শিশুটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ ৯৯৯ নম্বরে ফোন করেন একজন প্রত্যক্ষদর্শী।

তিনি জানান, ঠান্ডায় শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে। পরে পুলিশ ঐ কন্যাশিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর অবস্থায় শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন।

সোমবার দুপুরে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় একজন ৯৯৯-নম্বরে ফোন করে লালমনিরহাট খাদ্য গুদামের পাশের রাস্তার ওপর একটি শিশু পড়ে থাকার কথা জানান। তাৎক্ষণিক ঐ ব্যক্তির সঙ্গে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনুমানিক একদিন বয়সী মেয়ে নবজাতকটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহা আলম জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –