• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রিতে সেলস সেন্টার উদ্বোধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

কুড়িগ্রামে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির বাঁধা দূর করতে সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিচ তলায় তিন কক্ষ বিশিষ্ট জায়গায় সেলস সেন্টারটি স্থাপন করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক (অ.দা.) শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি নাজনীন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার জয়ন্তী রানী, উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন, তাহমিনা বেগম ও নার্গিস আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

৩০ জন উদ্যোক্তার বিভিন্ন পণ্যের সম্ভার নিয়ে সেলস ও ডিসপ্লে সেন্টারটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক (অ.দা:) শাহানা আক্তার জানান, নারী উদ্যোক্তারা নিজেদের পণ্য বিক্রি করতে নানা রকম বাঁধার সম্মুখীন হন। তারা যাতে বাধাহীনভাবে নিজেদের পণ্য বিক্রি করতে পারেন সেজন্য এ সেলস ও ডিসপ্লে সেন্টারটি করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –