• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

গোবিন্দগঞ্জে ৬ ইটভাটায় জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬টি ইটভাটায় ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অর্থদণ্ড করেন।

গতকাল বুধবার (১৬ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতর সদর দফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায়, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন না থাকায় ৬ ইটভাটা থেকে ৩৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় তিনটি ইটভাটা আংশিক ভেঙে দেয়া ও ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।


এসময় পরিবেশ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক রাইহান হোসেন, গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
কে/

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –