• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে মানবিক সহায়তা পেলেন ৩৮০ জন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২  

কুড়িগ্রামের দুটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রতিবন্ধী ৩৮০ জন ব্যক্তিকে বন্যা পরবর্তী মানবিক সহায়তা হিসেবে ৩৮ লাখ টাকা ও হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী, টুগেদার প্রকল্পের সিনিয়র কো-অর্ডিনেটর (মিল) আরিফ দেওয়ান, সিনিয়র কো-অর্ডিনেটার (ফাইন্যান্স অ্যান্ড এডমিন) সাব্বির আহমেদ, এএফএডি’র প্রধান নির্বাহী সাঈদা ইয়াসমিন, কো-অর্ডিনেটর রেশমা সুলতানান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিকৃঞ্চ রায়, মনিটরিং অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।

আন্তর্জাতিক দাতা সংস্থা মালটিজার ইন্টারন্যাশনাল (জার্মান হিউমেন্টিরিয়ান এসিসটেন্স) অর্থায়নে ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভলপমেন্ট (এএফএডি) সার্বিক তত্ত্বাবধানে হিউমেন্টেরিয়ান অপারেশন অ্যান্ড ইনোভেশন ফেসিলিটি (হুইফা) কর্মসূচির আওতায় টুগেদার প্রকল্প জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন ও সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে ১৯০ জন করে ৩৮০ জনকে এই আর্থিক সহযোগিতা প্রদান করে।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত নারী প্রধান ব্যবসায়ী ও প্রতিবন্ধী ব্যক্তির চাহিদা বিবেচনা করে ক্ষতি কমিয়ে আনতে আয়বৃদ্ধিমূলক কাজের জন্য প্রতিজনকে ডিজিটাল ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে ১০ হাজার টাকা এবং হাইজিন কিটস হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, হুইল সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –