• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে সরকার’       

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসন মাঠে কাজ করবে। তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া রমজানে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হবে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউজে অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট ও রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে পীরগাছা নব্দীগঞ্জ সংলগ্ন নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, তেল-ডাল-চিনিসহ অন্য আমদানিনির্ভর পণ্যের দাম ব্যবসায়ীরা যেন ইচ্ছেমতো বাড়াতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ট্র্যারিফ কমিশন রয়েছে। ওই কমিশন আমদানির ব্যয়, ব্যবসায়ীদের লাভ ইত্যাদি বিবেচনা করে পণ্যের মূল্য নির্ধারণ করে এবং সেই দামেই ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করছেন।

তিনি আরও বলেন, নব্দীগঞ্জের পাশে উত্তরাঞ্চলের রোগীদের জন্য ৬ বিঘা জমির ওপর ৫ তলাবিশিষ্ট একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণ হচ্ছে। এ হাসপাতালে নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে ব্রেস্ট ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা দেওয়া হবে। এছাড়া ৫০ শয্যার এ হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রোটারী ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট সাংবাদিক জুলহাস আলম প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –