• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরণে নাগরিক শোকসভা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২২  

ঠাকুরগাঁওয়ের প্রয়াত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের ভিআইপি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-শোকসভা প্রস্তুতি পর্ষদের সভাপতি অধ্যক্ষ মো. রাজিউর রহমান।

বক্তব্য দেন, অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আখতার হোসেন রাজার সহধর্মিনী লুৎফুন্নেসা লিলি প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক আখতার হোসেন রাজা একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বীরমুক্তিযোদ্ধা। তিনি যেমন নিজের জীবনবাজী রেখে দেশ স্বাধীনতায় পাকিস্তানী বাহিনীকে পরাজিত করতে সাহসী ভুমিকা রেখেছেন, তেমনি সমাজ সংস্কারে দীর্ঘদিন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাথে যুক্ত থেকে অগ্রণী ভুমিকা রেখেছেন। অন্যদিকে সাংবাদিকদের অধিকার সংগ্রামে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি দৈনিক সংবাদ ও বাংলাদেশ টেলিভিশনে লেখনীর মাধ্যমে কমল সৈনিক হিসেবেও দৃষ্টান্ত ভুমিকা রেখেছেন বলে সভায় উল্লেখ করেন নাগরিক ব্যক্তিবর্গ।  

এর আগে প্রয়াত সাংবাদিক আখতার হোসেন রাজা’র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –