• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে ৯ জামায়াত-শিবির ক্যাডারের জামিন নামঞ্জুর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২২  

দিনাজপুর জেলার নবাবগঞ্জে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত ৯ জামায়াত ও শিবির ক্যাডারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল সোমবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়া জজ-৩ আদালতের বিচারক মো. রেজাউল বারী এ জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিরা হচ্ছে- নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের জামায়াতের রোকন আব্দুস সালাম (৫২), আব্দুস জব্বার (৪৮), রহেদ আলী (৪২), সাইফুল (২৫), হাফিজুল (২৭), মনোয়ার (৩০), বাবু (২৬), জালাল (৩০) ও রফিকুল ইসলাম (৩৫)।দিনাজপুর কোর্ট পুলিশ পুরিদর্শক মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার দুপুরে জামায়াত-শিবির ক্যাডাররা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. রেজাউল বারী জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য,২০১৩ সালের ১৭ জানুয়ারি রাত ৯টায় সারা দেশব্যাপী জামায়াত-শিবির ক্যাডারদের নাশকতামূলক তাণ্ডব চলাকালীন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে একটি ধানবোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে ২১০ বস্তা ধান  ভস্মীভূত হয়। ট্রাকের বডি ও সম্মুখের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ট্রাকচালক ফরিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা জামায়াত-শিবির ক্যাডারদের আসামি করে পরদিন ১৮ জানুয়ারি নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলাটি দীর্ঘ সময় তদন্তের পর ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি ৪২ জামায়াত-শিবির ক্যাডারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –