• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘চেতনানাশক মেশানো’ ভাত খেয়ে অসুস্থ, ১০ জন হাসপাতালে

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২২  

নীলফামারীর ডোমারে চেতনানাশক মেশানো ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য আর বাকি ছয়জন শ্রমিক।

মঙ্গলবার (১০ মে) দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে দুই/তিনজন কিছুটা সুস্থ হলেও বাকিরা এখনো শঙ্কামুক্ত নয়। চিকিৎসক বলছেন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বলা যাবে তারা শঙ্কামুক্ত কি না।

জানা যায়, সোমবার ডোমার সদর ইউনিয়নের এমপির মোড়ে মো. সামছুল ইসলামের বাড়িতে ভুট্টা শুকানোর কাজ করছিলেন ছয় শ্রমিক। দুপুরে তারা সামছুলের বাড়িতে ভাত খেয়ে আবার কাজে যোগ দেন। শ্রমিকদের ভাত খাওয়ার পরপরই বাড়ির চারজন ভাত খেয়ে নেন। এর কিছুক্ষণ পরই ছয় শ্রমিকসহ বাড়ির চার সদস্য অসংলগ্ন আচরণ করতে থাকেন। এক সময় তাদের মুখ থেকে লালা বের হয়ে অচেতন হয়ে পড়েন। এসময় বাড়ির এক সদস্য বিষয়টি টের পেয়ে অ্যাম্বুলেন্সে তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অসুস্থ বাড়ির সদস্যরা হলেন, মো. সামছুল ইসলাম, তার স্ত্রী সিদ্দিকা বেগম ও তাদের দুই সন্তান সাইদ ও মাসুম। অসুস্থ শ্রমিকরা হলেন, রাশেদ রানা, সেলিম, কালাম, খোকা বাবু, রবিউল ও আজারুল ইসলাম। তারা সবাই ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সামছুল ইসলামের জামাই সাব্বির রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি শ্রমিকসহ বাড়ির সদস্যরা ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে অসংলগ্ন কথাবার্তার একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। তাদের হাসপাতালে আনার পর বেশিরভাগই বমি করতে থাকেন।

শ্রমিক সেলিম জানান, ভাত খেয়ে আসার পর দেখি আমাদের একজন বস্তায় শুয়ে আছে। ভুট্টা নাড়ানোর জন্য তাকে ডাকতে গেলে দেখা যায়, মুখ দিয়ে লালা ঝড়ে সে অচেতন হয়ে রয়েছে। এর কিছুক্ষণ পর আমারও খারাপ লাগতে থাকে। তারপর দেখি হাসপাতালের বেডে স্যালাইন দিচ্ছে ডাক্তার।

জানতে চাইলে বাড়ির মালিক সামছুল ইসলাম বলেন, কী কারণে এমনটি ঘটেছে সেটি বলতে পারছি না। তবে ধারণা করছি, বাড়ির জিনিসপত্র লুট করার জন্য কেউ খাবারে কিছু মিশিয়েছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তপন কুমার বলেন, তাদের নেশাজাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে। ১০ জনের মধ্যে প্রথমদিকে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এখন তারা কিছুটা সুস্থ হলেও ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর জানা যাবে তারা শঙ্কামুক্ত কি না।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, এই বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –