• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে গুদাম থেকে ৫১ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২২  

রংপুর নগরীর সেনপাড়ার দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৫১ হাজার ২০৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে ১৩ হাজার ৮৭২ লিটার সয়াবিন তেল ও ৩৭ হাজার ৩৩২ লিটার পামঅয়েল রয়েছে।

অবৈধ মজুদদারি ও পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত রেটের বেশি দামে এসব সয়াবিন তেল ও পামঅয়েল খুচড়া ব্যবসায়ীর কাছে বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট এসএস ট্রেডার্স ও জে পাল কোম্পানীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এক অভিযানে এসব জব্দ ও জরিমানা আদায় করা হয়। মহানগর পুলিশ অভিযানে সহায়তা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, খোলাবাজারে খুচড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে গেলে আমরা জানতে পারি মূলত পরিবেশক বা পাইকারি ব্যবসায়ীরা দাম বেশি রাখার কারণে দেশে ভোজ্য তেলের দাম বাড়ছে। এরই সূত্র ধরে বড় ব্যবসায়ীদের গুদামে তারা অভিযানে নেমেছেন বলে সাংবাদিকদের জানান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –