• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রাজিবপুরে মাদক কারবারির ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মে ২০২২  

রাজিবপুরে মাদক কারবারির ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ মে) রাতে বালিয়ামারী এলাকার মাদক বিক্রেতা মজনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজিবপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী নয়াপাড়ার সুপিয়ানের ছেলে মজনু (২৭), জাউনিয়ারচর কড়াইডাঙ্গীর ফরহাদ আলীর ছেলে বকুল (২৫) ও রৌমারী উপজেলার চরলাঠিয়ালডাঙ্গা গ্রামের খোকা মিয়ার ছেলে এরশাদুল (৩৫)।   
 
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলামের নেতৃত্বে অভিযানে বালিয়ামারী এলাকার মাদক বিক্রিত মজনু মিয়ার বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা, ৩ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৩৮ বোতল মদ, ৪ টি মোটরসাইকেল, ১ টি পাসপোর্ট, ২টি রামদা, ১০টি মোবাইল ও মাদক বিক্রির ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও দেশীয় অস্ত্র  রাখার জন্য  অস্ত্র আইনে আরো একটি মামলা রুজু করা হয়েছে। সকালে তাদেরকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, মাদকের ব্যাপারে কোনো আপোষ নেই। তাদের অভিযান অব্যাহত থাকবে। এ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –