• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২২  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আইয়ুব আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১৫ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বৃদ্ধের বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিররনইহাট ইউনিয়নের দগরবাড়ি গ্রামে। গত ৪ মে হামলার ঘটনাটি ঘটে। ৬ মে হামলায় আহত মাসুদ রানা ফরহাদ তেঁতুলিয়া মডেল থানায় ২৮ জনের নামে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিররনইহাট ইউনিয়নের দগরবাড়ি গ্রামের আইয়ুব আলীর লোকজন একই ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের জুরান আলীর লোকজনের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৪ মে বিকেলে দগরবাড়ি চৌরাস্তা এলাকায় জুরান আলীর ছেলে হালিমসহ তার লোকজন আব্দুর রহমানের ছেলে সুমনের ওপর হামলা চালান।

এ সময় সুমনের সঙ্গে থাকা আইয়ুব আলী, ফারুক হোসেন, মহসিন আলী, জসিম, ইব্রাহিম, ফরিদা বেগম, সুমন খান, জহিরুল ইসলাম, মাসুদ রানা ফরহাদসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে আইয়ুব আলী মারা যান।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া  বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –