• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুন ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

শুক্রবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নামা চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিবন্দি মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় ২০০ পরিবারকে ১০ কেজি চাল, হাফ কেজি সয়াবিন, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুশুর ডাল, ১ ডজন মোমবাতি, ১টি গ্যাস লাইট, ১ কেজি লবন দেয়া হয়।

ত্রাণ বিতরণকালে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –