• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের  বর্ণাঢ্য র‍্যালী লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার (২৫ জুন) জেলা প্রশাসন লালমনিরহাটের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

এরপর বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাশাসক আবু জাফর,পুলিশ সুপার আবিদা সুলতানা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান,সিভিল সার্জন নির্মলেন্দু রায়,আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবির প্রমুখ।

র‍্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যবৃন্দ, আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা শহরের সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –