• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাতীবান্ধায় বিজিবি’র মাদক বিরোধী সমাবেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতামূলক এক সমাবেশ করেছে তিস্তা ব্যাটালিয়ন-২(৬১ বিজিবি)।
 
গতকাল শনিবার দুপুরে উপজেলার বড়খাতা বিওপি ক্যাম্পের আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বড়খাতা বড় মসজিদের পেশ ইমাম আবু সাঈদ মিয়া, ইউপি সদস্য হাফিজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মোশারফ হোসেন, প্রভাষক ফরহাদ হোসেন, শিক্ষার্থী মনিরুল ইসলাম প্রমুখ। 

বক্তাগণ, মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার রোধে করণীয় সম্পর্কিত গুরুত্বপূর্ন পরামর্শমূলক অভিমত ব্যক্ত করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –