• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাড়ির পাশের পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

গাইবান্ধায় বাড়ির পাশের পুকুরে ডুবে তাহশীন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খা গ্রামে এ ঘটনা ঘটে। তাহশীন ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোছাউব্বির হোসেন জানান, তাহশীন বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –